Wednesday, March 22, 2017

PSC BDbisho p31

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: মডেল টেস্ট
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১×৫০= ৫০
১। শাওন জেনেছে, ওদের এলাকায় একটি ওভারব্রিজতৈরি হবে। এই ওভারব্রিজ কোন কাজে ব্যবহার করা হবে?
ক. খেয়া পারাপারে খ. উঁচু দালানে উঠতে
গ. রাস্তা পারাপারে ঘ. নদীর ওপারে যেতে
২। আবির শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর সমর্থনে শ্রেণিনেতা নির্বাচিত হয়েছে। অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সমাজে কী হয়?
ক. দায়িত্ব ও কর্তব্য খ. শান্তি
গ. অশান্তি ঘ. নিয়মকানুন
৩। প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। কী উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়?
ক. নারীর অর্থনৈতিক নির্ভরশীলতা বৃদ্ধির জন্য
খ. নারীশিক্ষা প্রসারের জন্য
গ. সামাজিক সচেতনতার জন্য ঘ. যৌতুকের জন্য
৪। বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি দেখলে কয়েকজন সহপাঠী রাস্তার পাশে ডোবায় থাকা ব্যাঙগুলোকে ঢিল ছুড়ে আহত করছে। তুমি কী করবে?
ক. আরও বেশি করে ঢিল ছুড়তে বলব
খ. ঢিল ছুড়তে বারণ করব
গ. আমিও এ কাজে অংশ নেব
ঘ. পাশ কাটিয়ে চলে যাব
৫। মাঠে খেলতে যাওয়ার সময় তুমি দেখলে এলাকার লোকজন ভাঙা রাস্তা মেরামত

PSC BDbisho p30

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয়
 বিশেষ প্রস্তুতি -৩০
সংক্ষেপে উত্তর দাও

১। ভাষা আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?
ক. ১৯৬৬ খ. ১৯৭১ গ. ১৯৬৯ ঘ. ১৯৫২
২। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
৩। তোমার বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি ভাষাশহিদ দিবস পালিত হবে। তুমি ভাষাশহিদদের জন্য নিচের কোন কাজটি করবে?
ক. বিদ্যালয় পরিষ্কার করব
খ. শ্রেণি কার্যক্রমে অংশ নেব
গ. বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব
ঘ. সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেব
৪। মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?
ক. ২৫ এপ্রিল ১৯৭১ খ. ১০ এপ্রিল ১৯৭১
গ. ১৭ এপ্রিল ১৯৭১ ঘ. ২০ এপ্রিল ১৯৭২
৫। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার ক্ষমতা দখল করতে পারার

PSC BDbisho p29

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয়
 বিশেষ প্রস্তুতি ২৯

সংক্ষেপে উত্তর দাও

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নপত্রের ২ নম্বরে থাকবে সংক্ষেপে উত্তর দাওআজ দেওয়া হলো নির্বাচিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা উত্তর।
প্রশ্ন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ কিসের সঙ্গে যুক্ত?
উত্তর: বাংলাদেশের বেশির ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলের জলবায়ু ধান চাষের জন্য বিশেষভাবে সহায়ক?
উত্তর: বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ধান চাষের জন্য বিশেষ সহায়ক।
প্রশ্ন: বাংলাদেশে কোন ঋতুতে গমের চাষ করা হয়?
উত্তর: বাংলাদেশে শীত ঋতুতে গমের চাষ করা হয়।
প্রশ্ন: কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ বেশি হয়?
উত্তর: সাধারণত উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ বেশি হয়।
প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু চা চাষের জন্য কেমন?
উত্তর: বাংলাদেশের জলবায়ু চা চাষের উপযোগী।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান শিল্পগুলোর নাম লেখো।

PSC BDbisho p28

সংক্ষেপে উত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: পৃথিবীতে বাংলাদেশসহ কতটি দেশ রয়েছে?
উত্তর: পৃথিবীতে বাংলাদেশসহ ১৯৫টি দেশ রয়েছে।
প্রশ্ন: বিশ্বের দেশগুলোর মধ্যে কী থাকা প্রয়োজন?
উত্তর: বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব থাকা প্রয়োজন।
প্রশ্ন: কবে জাতিসংঘ গঠিত হয়?
উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়।
প্রশ্ন: বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
প্রশ্ন: জাতিসংঘের বর্তমান সদস্যসংখ্যা কত?

PSC BDbisho p27

২ নম্বর প্রশ্ন: সংক্ষেপে উত্তর
 প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম কী?
উত্তর: ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই।
প্রশ্ন: ম্রোরা সাধারণত কোন ধর্মের অনুসারী?
উত্তর: ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তবে তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্মও গ্রহণ করেছেন ।
প্রশ্ন: ক্রামা কী?
উত্তর: তোরাই ধর্ম ছাড়াও ম্রো জনগোষ্ঠীর আরেকটি ধর্মমত আছে যার নাম ক্রামা।
প্রশ্ন: ম্রো পরিবারের প্রধান কে?
উত্তর: ম্রো পরিবারের প্রধান হলেন পিতা।
প্রশ্ন: ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম কী?
উত্তর: ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি।
প্রশ্ন: ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?

PSC BDbisho p26

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: ইংরেজদের সঙ্গে যুদ্ধকালীন দুজন গারো বীর যোদ্ধার নাম লেখো।
উত্তর: দুজন গারো বীর যোদ্ধার নাম তোগান নেংমিনজা ও সোনারাম সাংমা।
প্রশ্ন: খাসি জনগোষ্ঠী কোথায় বাস করে?
উত্তর: বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে।
প্রশ্ন: খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম কী?
উত্তর: খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম মনখেমে।
প্রশ্ন: খাসি সমাজব্যবস্থা কেমন?
উত্তর: খাসি সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক।
প্রশ্ন: খাসি সমাজে পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী কে হয়?

PSC BDbisho p25

২ নম্বর প্রশ্ন: সংক্ষেপে উত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।


প্রশ্ন: কর্মক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করলে কী হবে?
উত্তর: কর্মক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করলে সবাই এর গুরুত্ব বুঝতে পারবে এবং মতপ্রকাশে উত্সাহিত হবে।
প্রশ্ন: বাংলাদেশ কেমন ধরনের রাষ্ট্র?
উত্তর: রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।
প্রশ্ন: আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?
উত্তর: গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
প্রশ্ন: গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ কী করেছে?
উত্তর: গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ সংগ্রাম করেছে।
প্রশ্ন: আমরা কোথায় কোথায় গণতান্ত্রিক আচরণ করব?
উত্তর: আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্রসব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব।
প্রশ্ন: গণতান্ত্রিক আচরণ করলে কী হবে?