Sunday, March 19, 2017

PSC Bangla p13

বাংলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি -১৩

বাংলা ৯ নম্বর প্রশ্ন বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন
প্রিয় পরীক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ৯ নম্বর প্রশ্ন থাকবে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫।
১৭.
সময়টা ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ঘুঁটিপুর ক্যাম্প ঐ ক্যাম্পে অবস্থান করছিল পাকিস্তানি সেনা আর কিছু রাজাকার একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এঁদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
উত্তর: সময়টা ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ঘুঁটিপুর ক্যাম্প। ঐ ক্যাম্পে অবস্থান
করছিল পাকিস্তানি সেনা আর কিছু রাজাকার। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা। এঁদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
১৮.
যখন কোনো কিছু সুন্দর করে আঁকি সুন্দর করে বানাই সুন্দর করে গাই তখন তা হয় শিল্প শিল্পের এ কাজকে বলে শিল্পকলা
উত্তর: যখন কোনো কিছু সুন্দর করে আঁকি, সুন্দর করে বানাই, সুন্দর করে গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা।
১৯.
পড়া নেই বাধা নেই যেখানে খুশি ঘুরে বেড়াও যা খুশি খাও এই তো মামার বাড়ি 
উত্তর: পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও। এই তো মামার বাড়ি।
২০.
আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম অবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ লাল ঠোঁট
উত্তর: আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই। তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট।
২১.
মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃিশল্প এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না দরকার পরিষ্কার এঁটেল মাটি এ ধরনের মাটি বেশ আঠালো
উত্তর: মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃিশল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো।
২২.
মামা বললেন হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ  এর অন্য নাম টেরাকোটা বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা
উত্তর: মামা বললেন, হাঁড়ি-কলসি ছাড়াও আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরোনো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা।
২৩.
খুব মজা হলো মামা বললেন তোমাদের কাল কুমোর পাড়ায় নিয়ে যাব পরদিন আমরা দেখতে পেলাম কুমোর পাড়া আনন্দপুর গ্রামের উত্তর দিকে আট-দশ ঘর বসতবাড়ি
উত্তর: খুব মজা হলো। মামা বললেন, তোমাদের কাল কুমোরপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে পেলাম কুমোরপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে আট-দশ ঘর বসতবাড়ি।
২৪.
এগুলো আমাদের ঐতিহ্য আমাদের গর্ব এ দেশের মানুষের মন যে শিল্পীর মন এগুলো তার পরিচয় বহন করে তোমরা হয়তো জান কিছুকাল আগে নরসিংদীর উয়ারী বটেশ্বরে পাওয়া গেছে প্রায় হাজার বছর আগের সভ্যতার নিদর্শন
উত্তর: এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। এ দেশের মানুষের মন যে শিল্পীর মন, এগুলো তার পরিচয় বহন করে। তোমরা হয়তো জানো, কিছুকাল আগে নরসিংদীর উয়ারী-বটেশ্বরে পাওয়া গেছে প্রায় হাজার বছর আগের সভ্যতার নিদর্শন। 
২৫.
বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো সবুজ   পাতা আর দেখে সামনে কে যেন দাঁড়িয়ে কে সেই রাখালবন্ধু
উত্তর: বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা; আর দেখে, সামনে কে যেন দাঁড়িয়ে! কে! সেই রাখালবন্ধু!
২৬.
এক রাতে রাজা ঘুমাতে যান ভোর বেলা তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে কিছুতেই তিনি চোখ খুলতেই পারছে না কী হলো কী হলো
উত্তর: এক রাতে রাজা ঘুমাতে যান। ভোরবেলা যখন তাঁর ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখেন যে, কিছুতেই তিনি চোখ খুলতেই পারছেন না। কী হলো কী হলো!
২৭.
হাতিশালে হাতি তার ঘোড়াশালে ঘোড়া লোকলস্কর, সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী রাজকোষ ভরা থাকে মণিমাণিক্যে আর রাজপুরী আলো করে থাকে রানি কাঞ্চনমালা চারদিকে তার থইথই সুখ
উত্তর: হাতিশালে হাতি তার, ঘোড়াশালে ঘোড়া। লোকলস্কর, সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী, রাজকোষ ভরা থাকে মণিমাণিক্যে, আর রাজপুরী আলো করে থাকেন রানি কাঞ্চনমালা। চারদিকে তাঁর থইথই সুখ।
২৮.
চোখের জলে ভাসতে ভাসতে রাজা ক্ষমা চান তাঁর বন্ধুর কাছে কথা দিয়ে কথা রাখেননি তো রাজা সেই ভুলের জন্য ক্ষমা চান আর বলেন বন্ধু আজ থেকে তুমি আমার মন্ত্রী
উত্তর: চোখের জলে ভাসতে ভাসতে রাজা ক্ষমা চান তাঁর বন্ধুর কাছে। কথা দিয়ে কথা রাখেননি তো রাজা! সেই ভুলের জন্য ক্ষমা চান, আর বলেন, বন্ধু, আজ থেকে তুমি আমার মন্ত্রী।
২৯.
নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ মন্ত্রীকে ধমক দেয় সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে রাজপুরীর সকলে তার ভয়ে কাঁপতে থাকে সকলে রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে তাদের রানি তো এমন ছিল না
উত্তর: নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ। মন্ত্রীকে ধমক দেন, সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকেন। রাজপুরীর সকলে তাঁর ভয়ে কাঁপতে থাকে। সকলে রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে, তাদের রানি তো এমন ছিলেন না!
৩০.
রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানি কাঞ্চনমালার মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানি নদীর ঘাটে গেছেন রানি সঙ্গে তার কী করে থাকে টাকাকড়ি তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনতে হয় ওই দাসী তাই তার নাম কাঁকনমালা!
উত্তর: রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানি কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানি। নদীর ঘাটে গেছেন রানি, সঙ্গে তাঁর কী করে থাকে টাকাকড়ি! তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনতে হয় ওই দাসী। তাই তার নাম কাঁকনমালা!
৩১.
নায়াগ্রা হলো জলপ্রপাত জলপ্রপাত তো কখনো দেখিনি শুধু জেনে এসেছি ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে তবে আকারে প্রকারে অনেক বিশাল
উত্তর: নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে, তবে আকারে-প্রকারে অনেক বিশাল।
৩২.
জলপ্রপাত দেখতে চাইব কিন্তু পাহাড় দেখব না একি কখনো সম্ভব সম্ভব নয় কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই
উত্তর: জলপ্রপাত দেখতে চাইব, কিন্তু পাহাড় দেখব নাএকি কখনো সম্ভব? সম্ভব নয়। কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই।
৩৩.
বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে  পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি
উত্তর: বিশ্ব-ভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি।
৩৪.
কিন্তু কই কিছুই তো ভাসছে না ভাসছে না তার কারণ যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে সেখানে হঠাত্ করেই এক বিশাল ফাটল
উত্তর: কিন্তু কই? কিছুই তো ভাসছে না। ভাসছে না, তার কারণযে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাত্ করেই এক বিশাল ফাটল।
৩৫.
ছেলের কথা শুনে মা হাসেন বাবা হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন কেননা ওর বাবা ম্যাজিস্ট্রেট হলেও আগে স্কুলশিক্ষক ছিলেন ছেলেটি এর মধ্যে বড় হতে থাকে প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে
উত্তর: ছেলের কথা শুনে মা হাসেন। বাবা হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। কেননা, ওর বাবা ম্যাজিস্ট্রেট হলেও আগে স্কুলশিক্ষক ছিলেন। ছেলেটি এর মধ্যে বড় হতে থাকে। প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে।
৩৬.
পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলোও পাকিস্তানি শাসক ও তার সেনারা জানত যে এ দেশের সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে হত্যা করে বহু সাংবাদিককে
উত্তর: পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলোও। পাকিস্তানি শাসক ও তার সেনারা জানত যে এ দেশের সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে
৩৭.
পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ব্যারাকে ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়
উত্তর: পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র, ঘুমন্ত মানুষের ওপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে ব্যারাকে, আর নানা আবাসিক এলাকায়।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

No comments:

Post a Comment