Sunday, March 19, 2017

PSC Bangla p7

বাংলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি -

বাংলা ১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৪ নম্বর প্রশ্নটি থাকবে আবেদনপত্র ও চিঠিপত্র লেখার ওপর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: মনে করো, তোমার নাম শফি/নাহিদা। তুমি সাভার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। তুমি আমরা কুঁড়িসংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এখন প্রত্যয়নপত্রের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
নভেম্বর ১৫, ২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
সাভার প্রাথমিক বিদ্যালয়
সাভার, ঢাকা।
বিষয়: প্রত্যয়নপত্রের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমরা কুঁড়ি
সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমার একটি প্রত্যয়নপত্র প্রয়োজন।
অতএব, আপনার কাছে আবেদন, আমাকে একটি প্রত্যয়নপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত
নাহিদা
শ্রেণি: পঞ্চম
সাভার প্রাথমিক বিদ্যালয়, সাভার, ঢাকা।
প্রশ্ন: মনে করো, তোমার নাম অনিক/আনিকা। তুমি সুরমা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যেতে চাও। সে জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
নভেম্বর ১৫, ২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
সুরমা প্রাথমিক বিদ্যালয়
ঘিওর, মানিকগঞ্জ।
বিষয়: মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যাওয়ার জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। আপনার তত্ত্বাবধানে আমরা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যেতে চাই।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত
আনিকা
শ্রেণি: পঞ্চম
সুরমা প্রাথমিক বিদ্যালয়, ঘিওর, মানিকগঞ্জ।
প্রশ্ন: মনে করো, তোমার নাম আবুল/আয়েশা। তুমি বাসাইল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। এখন বিদ্যালয় থেকে মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
নভেম্বর ১৫, ২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
বাসাইল প্রাথমিক বিদ্যালয়
বাসাইল, টাঙ্গাইল।
বিষয়: চিড়িয়াখানা পরিদর্শনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। ঢাকার মিরপুর চিড়িয়াখানায় আমাদের যাওয়ার সুযোগ হয়নি। তাই আপনার তত্ত্বাবধানে আমরা মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যেতে আগ্রহী।
অতএব, আমাদের আবেদন বিবেচনা করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে মহোদয়ের আজ্ঞা হয়।

বিনীত
পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষে
আবুল, রোল নং ১
বাসাইল প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল।
 বাকি অংশ ছাপা হবে আগামীকালl
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

No comments:

Post a Comment