Wednesday, March 22, 2017

PSC BDbisho p11

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-২
প্রশ্ন: ইউরোপ থেকে বাংলায় কারা কারা বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল?
উত্তর: ইংরেজ, পর্তুগিজ, ডাচ, ফরাসি ও অন্য ইউরোপীয় বণিকেরা বাংলায় বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল
প্রশ্ন: বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল?
উত্তর: বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 
প্রশ্ন: কোন সময় ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত?
উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত।
প্রশ্ন: ইংরেজরা ভাগ কর শাসন করনীতি কেন প্রণয়ন করে?
উত্তর: ইংরেজরা এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে যেসব পার্থক্য ছিল, তার ভিত্তিতে বিভেদ সৃষ্টি করত এবং একজনকে অন্যের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ভাগ কর শাসন করনীতি প্রণয়ন করে।
প্রশ্ন: বাংলায় নবজাগরণের কয়েকজন প্রধান ব্যক্তির নাম লেখো।
উত্তর: নবজাগরণের কয়েকজন প্রধান ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র

বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ।
প্রশ্ন: ইংরেজ আমলে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে কারা ভূমিকা রাখেন?
উত্তর: স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী প্রমুখ ইংরেজ আমলে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন
প্রশ্ন: কত সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল?
উত্তর: ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল। 
প্রশ্ন: কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উত্তর: সিপাহি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়।
প্রশ্ন: কত সালে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়?
উত্তর: ১৯১১ সালে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
প্রশ্ন: ইংরেজদের শাসনের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে কাদের ফাঁসি দেওয়া হয়?
উত্তর: ইংরেজদের শাসনের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে ক্ষুদিরাম ও মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়েছিল।

No comments:

Post a Comment