Wednesday, March 22, 2017

PSC BDbisho p9

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১ম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

 অধ্যায়-১
১। কোন সালে মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৭০ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭১ সালে
২। বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা কোনটি?
ক. মুক্তিযুদ্ধ
খ. ছয় দফা আন্দোলন
গ. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান
ঘ. ছাত্র আন্দোলন
৩। কিসের মাধ্যমে আমরা এই প্রিয় বাংলাদেশ লাভ করেছি?
ক. মিছিল-মিটিং করে
খ. ভোটে জয়লাভের মাধ্যমে
গ. বিচার-সালিসের মাধ্যমে
ঘ. মুক্তিযুদ্ধের মাধ্যমে

৪। ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালের আগে কাদের দখলে ছিল?
ক. আরবদের খ. ব্রিটিশদের
গ. তুর্কিদের ঘ. মার্কিনদের
৫। কখন থেকে পশ্চিম পাকিস্তানিরা বাঙালি জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন শুরু করে?
ক. ব্রিটিশদের আমল থেকে
খ. পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে
গ. মুক্তিযুদ্ধের সময় থেকে
ঘ. ১৯৭০ সালের নির্বাচনের পর থেকে
৬। ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী অনেক ছাত্র-জনতা শহীদ হন। ভাষা আন্দোলন কত সালে সংঘঠিত হয়?
ক. ১৯৪৬ সালে খ. ১৯৭০ সালে
গ. ১৯৫২ সালে ঘ. ১৯৫০ সালে
৭। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল নিরঙ্কুশ বিজয় লাভ করে?
ক. জাতীয় পার্টি খ. মুসলিম লীগ
গ. যুক্তফ্রন্ট
ঘ. আওয়ামী লীগ
৮। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়। কার ঘোষণায় মুক্তিযু্দ্ধ শুরু হয়?
ক. শেরেবাংলা এ কে ফজলুল হক
খ. তাজউদ্দীন আহমদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. কর্নেল আতাউল গণি ওসমানী
৯। বাংলাদেশের প্রথম সরকার মুজিব নগর সরকারনামে পরিচিত। কখন এ সরকার গঠন করা হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ২৬ মার্চ
গ. ১৯৭১ সালের ১৬ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
১০। বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ হয় মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। কত তারিখে শপথ গ্রহণ করে?
ক. ১১ এপ্রিল খ. ১৩ এপ্রিল
গ. ১৭ এপ্রিল ঘ. ২০ এপ্রিল
১১। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কারাগারে বন্দী থাকায় কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক. তাজউদ্দীন আহমদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. ক্যাপ্টেন মনসুর আলী
ঘ. এ এইচ এম কামরুজ্জামান
১২। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. তাজউদ্দীন আহমদ
খ. কর্নেল আতাউল গণি ওসমানী
গ. ক্যাপ্টেন মনসুর আলী
ঘ. এ এইচ এম কামরুজ্জামান
১৩। ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়। এ বাহিনীর সেনাপতি কে ছিলেন?
ক. মেজর খালেদ মোশাররফ
খ. মেজর কে. এম সফিউল্লাহ
গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
ঘ. জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
১৪। মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?
ক. ৩টি খ. ৪টি গ. ১১টি ঘ. ৮টি
১৫। যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৪টি খ. ১১টি গ. ১২টি ঘ. ৮টি

উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১
১. ঘ ২. ক ৩. ঘ ৪. খ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. খ
সিনিয়র শিক্ষক প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজঢাকা

No comments:

Post a Comment