Saturday, February 25, 2017

এসএসসির বিশেষ প্রস্তুতি-১, বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসির বিশেষ প্রস্তুতি-

বিষয় : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়-১
১। কখন উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়?
ক. ১৯৪৭ সালের ১৭ আগস্ট
খ. ১৯৪৭ সালের ১৭ জুন
গ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট
ঘ. ১৯৪৭ সালের ১৭ মে
২। তমদ্দুন মজলিশ একটি
ক. সামাজিক প্রতিষ্ঠান
খ. রাজনৈতিক প্রতিষ্ঠান
গ. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
ঘ. তথ্যভিত্তিক প্রতিষ্ঠান
৩। ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. আলিগড় বিশ্ববিদ্যালয়
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
৪। কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়?
ক. শেরেবাংলা এ কে ফজলুল হক
খ. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ
গ. মুহাম্মদ এনামুল হক
ঘ. অধ্যাপক আবুল কাসেম
৫। মোহাম্মদ আলী জিন্নাহ কোন রাজনৈতিক দলের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিয়েছিলেন?
ক. মুসলিম লীগ খ. তমদ্দুন মজলিশ
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. গণ আজাদী লীগ
৬। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়
ক. ১৯৪৭ সালের ১৪ আগস্ট দিনে
খ. ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাতে
গ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে
ঘ. ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনে
৭। কখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক. ২ জানুয়ারি ১৯৪৭ খ. ২ মার্চ ১৯৪৭
গ. ২ জানুয়ারি ১৯৪৮ ঘ. ২ মার্চ ১৯৪৮
৮। কত সালে যুক্তফ্রন্ট সরকার শপথ গ্রহণ করে?
ক. ১৯৫৪ সালের ২ এপ্রিল
খ. ১৯৫৪ সালের ৪ এপ্রিল
গ. ১৯৫৪ সালের ৩ এপ্রিল
ঘ. ১৯৫৪ সালের ১ এপ্রিল
৯। পরপর কয়টি উপনির্বাচনে পরাজিত হলে ২১ দফা অনুযায়ী যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পদত্যাগ করবে?
ক. ৩ খ. ৪ গ. ৫ গ. ৬
১০। কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?
ক. ইয়াহিয়া খান খ. ইস্কান্দার মির্জা
গ. আইয়ুব খান ঘ. গোলাম মোহাম্মদ
১১। ধীরেন্দ্রনাথ দত্ত কোন পরিষদের সদস্য ছিলেন?
ক. পাকিস্তান গণপরিষদ
খ. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
গ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
ঘ. তমদ্দুন মজলিশ
১২। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কখন গঠিত হয়?
ক. ৪ জানুয়ারি ১৯৪৮ খ. ৩ জানুয়ারি ১৯৪৮
গ. ১১ মার্চ ১৯৪৮ ঘ. ১১ মার্চ ১৯৪৭
১৩। ১৯৪৮ সালে কে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন?
ক. শামসুল হক খ. ধীরেন্দ্রনাথ দত্ত
গ. অলি আহাদ ঘ. খাজা নাজিমুদ্দীন
১৪। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. শেরেবাংলা এ কে ফজলুল হক
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. শেখ মুজিবুর রহমান

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১
১. ঘ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. খ।

No comments:

Post a Comment