Sunday, March 19, 2017

PSC Bangla p14

বাংলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি -১৪

বাংলা ৯ নম্বর প্রশ্ন বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৯ নম্বর প্রশ্নটি থাকবে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখোনিচে পাঠ্যবইয়ের নির্বাচিত বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখোদেওয়া হলো।
১.
প্রশ্ন: আমরা বাংলাদেশের বাঙালি তার মানে বাঙালি আরও কোথাও আছে না কি নিশ্চয় আছে ত্রিপুরার লোকজনও বাঙালি সকলেই বাংলায় কথা বলে
উত্তর: আমরা বাংলাদেশের বাঙালি। তার মানে, বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয় আছে। ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে।
২.
প্রশ্ন: ভাব তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে সবাইকে তাই আমাদের
শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন
উত্তর: ভাব তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন।
৩.
প্রশ্ন: রয়্যাল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীতে সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাত্ বাংলাদেশেই একমাত্র দেখা যায় যদি বাঘই না থাকে তো রয়্যাল বেঙ্গল থাকবে কীভাবে
উত্তর: রয়্যাল বেঙ্গল টাইগারনামটি পৃথিবীতে সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাত্ বাংলাদেশেই একমাত্র দেখা যায়। যদি বাঘই না থাকে, তো রয়্যাল বেঙ্গল থাকবে কীভাবে?
৪.
প্রশ্ন: বনের কারও মনে শান্তি নেই চোখে নেই ঘুম কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা
উত্তর: বনের কারও মনে শান্তি নেই, চোখে নেই ঘুম। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা।
৫.
প্রশ্ন: সিংহ ফিসফিসিয়ে বলল আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে সবাই নিচু স্বরে বলল শেয়াল শেয়াল
উত্তর: সিংহ ফিসফিসিয়ে বলল, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? সবাই নিচুস্বরে বললশেয়াল, শেয়াল।
৬.
প্রশ্ন: হাতি ভাবল ওই পুঁচকে শেয়াল যদি নদী পার হতে পারে তা হলে আমার মতো অমিত শক্তিধর হাতি পারবে না কেন সেও নদীর দিকে দুপা বাড়িয়ে দিল
উত্তর: হাতি ভাবল, ওই পুঁচকে শেয়াল যদি নদী পার হতে পারে, তা হলে আমার মতো অমিত শক্তিধর হাতি পারবে না কেন? সেও নদীর দিকে দু-পা বাড়িয়ে দিল।
৭.
প্রশ্ন: মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তা ছাড়া শখের যেকোনো জিনিসই তো সুন্দর
উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি। তা ছাড়া শখের যেকোনো জিনিসই তো সুন্দর।
৮.
প্রশ্ন: মামা বললেন বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা হ্যাঁ আজকাল ও রকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে
উত্তর: মামা বললেন, বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা। হ্যাঁ, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে।
৯.
প্রশ্ন: যখন ভোরবেলা রাজার ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলতে পারছে না কী হলো কী হলো
উত্তর: যখন ভোরবেলা রাজার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখে যে, কিছুতেই সে চোখ খুলতে পারছে না। কী হলো কী হলো!
১০.
প্রশ্ন: নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ মন্ত্রীকে ধমক দেয় সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে সবাই রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে তাদের রানি তো এমন ছিল না
উত্তর: নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ! মন্ত্রীকে ধমক দেয়, সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে। সবাই রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে, তাদের রানি তো এমন ছিল না!
১১.
প্রশ্ন: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সঙ্গে হাঁটা ধরে
উত্তর: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান। বলেন, লাখ লাখ সুচ চাও তো? আমি দিতে পারি। এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সঙ্গে হাঁটা ধরে।
১২.
প্রশ্ন: নকল রানি উঠানে আলপনা দিতে যায় কোথায় নকশা কোথায় কী এখানে এক খাবলা রং লেপে ওখানে এক খাবলা লেপে দেখতে সে কি অসুন্দর যে দেখায়
উত্তর: নকল রানি উঠানে আলপনা দিতে যায়। কোথায় নকশা কোথায় কীএখানে এক খাবলা রং লেপে, ওখানে এক খাবলা লেপে। দেখতে সে কি অসুন্দর যে দেখায়!
১৩.
প্রশ্ন: রাজা বহু বছর পরে চোখ মেলেন বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো সবুজ পাতা আর দেখে সামনে কে যেন দাঁড়িয়ে
উত্তর: রাজা বহু বছর পরে চোখ মেলেন। বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা; আর দেখেসামনে কে যেন দাঁড়িয়ে!
১৪.
প্রশ্ন: কী উত্সাহ কী আগ্রহ শুনেও সুখ হয় এ রকম জানার আকাঙ্ক্ষা কয়জনের আছে বলুন তো
উত্তর: কী উত্সাহ, কী আগ্রহ! শুনেও সুখ হয়। এ রকম জানার আকাঙ্ক্ষা কয়জনের আছে, বলুন তো?
১৫.
প্রশ্ন: এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়াগ্রা চলো আহ্ দেশে গিয়ে কী গল্পটাই না করা যাবে
উত্তর: এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো, নায়াগ্রা চলো। আহ, দেশে গিয়ে কী গল্পটাই না করা যাবে!
১৬.
প্রশ্ন: বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি সে যে কী বিস্ময়কর
উত্তর: বিশ্ব-ভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে। পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সে যে কী বিস্ময়কর!
১৭.
প্রশ্ন: দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয় পড়াশোনায় সে ভালো খেলাধুলাও করে বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না তবু বাবামায়ের সাথে সাথে থাকে
উত্তর: দশ-এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না; তবু বাবা-মায়ের সাথে সাথে থাকে।
১৮.
প্রশ্ন: মুসা তো অবাক কত উঁচু গম্ভীর স্তব্ধ এই পাহাড় বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল
উত্তর: মুসা তো অবাক! কত উঁচু, গম্ভীর, স্তব্ধ এই পাহাড়। বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল।
১৯.
প্রশ্ন: ৮ এপ্রিল ২০১০ সাল নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করলেন সেখানে পৌঁছে অভিযানের জন্য যা যা প্রয়োজন কিনে ফেললেন সেই সব জিনিস
উত্তর: ৮ এপ্রিল ২০১০ সাল। নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করলেন। সেখানে পৌঁছে অভিযানের জন্য যা-যা প্রয়োজন, কিনে ফেললেন সেই সব জিনিস।
২০.
প্রশ্ন: জাত খেলোয়াড় ইমদাদ হক খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই
উত্তর: জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলাপাগল সে, খেলবেই।
২১.
প্রশ্ন: তখন কেবল সূর্য উঠছে পূর্ব দিগন্তে লাল সূর্য এ রকম একটা মুহূর্তে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে এভারেস্টের শীর্ষে উড়িয়ে দিলেন এক তরুণ নাম তাঁর মুসা ইব্রাহিম
উত্তর: তখন কেবল সূর্য উঠছে, পূর্ব দিগন্তে লাল সূর্য। এ রকম একটা মুহূর্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে এভারেস্টের শীর্ষে উড়িয়ে দিলেন এক তরুণ। নাম তাঁর মুসা ইব্রাহীম।
২২.
প্রশ্ন: রুমা আর রুবা দুই বোন ওদের ভীষণ ভাব একসঙ্গে স্কুলে যায় একসঙ্গে খেলে খুব কমই ঝগড়া হয় ওদের
উত্তর: রুমা আর রুবা দুই বোন। ওদের ভীষণ ভাব। একসঙ্গে স্কুলে যায়। একসঙ্গে খেলে। খুব কমই ঝগড়া হয় ওদের।
২৩.
প্রশ্ন: রুবা উদগ্রীব হয়ে বলে মা আমার গল্পটা বল তোর গল্পটা আমি বলব মা এ কথা বলে জসীম মিয়া মেয়েকে জড়িয়ে ধরে
উত্তর: রুবা উদগ্রীব হয়ে বলে, মা আমার গল্পটা বলো। তোর গল্পটা আমি বলব, মা। এ কথা বলে জসীম মিয়া মেয়েকে জড়িয়ে ধরে।
সিনিয়র শিক্ষক আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

No comments:

Post a Comment