Search This Blog

Sunday, March 19, 2017

PSC Bangla p19

বাংলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি -১৯

বাংলা ১১  নম্বর প্রশ্ন বিপরীত শব্দ লেখো

বিপরীত শব্দ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১১ নম্বর প্রশ্নটি থাকবে বিপরীত শব্দ বা সমার্থক শব্দের ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিচে দেওয়া হলো।
প্রদত্ত শব্দ --বিপরীত শব্দ
বাঙালি -অবাঙালি
সংখ্যাগরিষ্ঠ -সংখ্যালঘিষ্ঠ
বন্ধু -শত্রু
শ্রদ্ধা- অশ্রদ্ধা
দেশ -বিদেশ
সার্থক- ব্যর্থ

সুন্দর- কুিসত
সভ্য- অসভ্য
শান্তি -অশান্তি
অহংকার- নিরহংকার
দুর্বিনীত -বিনীত
বুদ্ধিমান- বোকা
ভয়- সাহস
শক্তিশালী- দুর্বল
ধ্বনি -প্রতিধ্বনি
স্বাধীন -পরাধীন
দুরন্ত- শান্ত
অসীম- সসীম
স্বাধীনতা- পরাধীনতা
সুনাম-দুর্নাম
বীর -কাপুরুষ
জয় -পরাজয়
পরবর্তী -পূর্ববর্তী
জীবন -মরণ
সুখ- দুঃখ
নির্দয় -সদয়
প্রদত্ত শব্দ- বিপরীত শব্দ
কান্না- হাসি
চেনা -অচেনা
অসুন্দর- সুন্দর
স্বাদ- বিস্বাদ
কষ্ট -আরাম
নকল- আসল
রানি- দাসী
দম্ভ -বিনয়
নগর- গ্রাম
ভালো -মন্দ
বড়- ছোট
খুশি -অখুশি
আলো- অন্ধকার
ঘুমন্ত- জাগ্রত
নিরস্ত্র- সশস্ত্র
সাধু -ভন্ড
লোভী- নির্লোভ
সরল- বক্র
কল্যাণ- অকল্যাণ
শ্রেষ্ঠ- নিকৃষ্ট
পূর্ণ -শূন্য
স্বপ্ন -বাস্তব
দুর্লঙ্ঘনীয়- লঙ্ঘনীয়
স্তব্ধ -মুখর
বাস্তব- অবাস্তব
গ্রহণ -বর্জন
সমস্যা -সমাধান
বিশ্রাম- পরিশ্রম
আরম্ভ- শেষ
আঁধার- আলো
কালো- সাদা
নতুন -পুরাতন
সকাল- সন্ধ্যা
জন্ম -মৃত্যু
ভরা -খালি
যুদ্ধ -শান্তি
দূর- নিকট
শুকনা- ভেজা।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

No comments:

Post a Comment