Sunday, March 19, 2017

PSC Bangla p25

বাংলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি -২৫

বাংলা ১০ নম্বর প্রশ্ন ক্রিয়াপদের চলিত রূপ

বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্নটি থাকবে বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ বা এক কথায় প্রকাশের ওপর। পাঠ্যবই থেকে বাক্যের গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
১. বাগানের ফুলগুলো দেখিতে অপূর্ব লাগছে।
উত্তর: বাগানের ফুলগুলো দেখতে অপূর্ব লাগছে।
২. শ্রমিক দল সারা দিন পরিশ্রম করিতেছে।
উত্তর: শ্রমিক দল সারা দিন পরিশ্রম করছে।
৩. মিষ্টির দোকানে ভনভন করে মাছি ঘুরিতেছে।
উত্তর: মিষ্টির দোকানে ভনভন করে মাছি ঘুরছে।
৪. বিড়াল ইঁদুরের পেছনে ছুটিতেছে।
উত্তর: বিড়াল ইঁদুরের পেছনে ছুটছে।
৫. ওষুধ স্প্রে করাতে প্রচুর মশা মরিতেছে।
উত্তর: ওষুধ স্প্রে করাতে প্রচুর মশা মরছে।
৬. পাখিদের কলকাকলিতে হূদয় আনন্দে ভরিয়া যায়।
উত্তর: পাখিদের কলকাকলিতে হূদয় আনন্দে ভরে যায়।
৭. আমি দেশ-দেশান্তরে ঘুরিব।
উত্তর: আমি দেশ-দেশান্তরে ঘুরব
৮. ঋণ নিলে পরিশোধ করিয়া দিয়ো।
উত্তর: ঋণ নিলে পরিশোধ করে দিয়ো।
৯. যোগাযোগ ছাড়া আমরা চলিতে পারি না।
উত্তর: যোগাযোগ ছাড়া আমরা চলতে পারি না।
১০. তোমরা আবার আসিবে তো?
উত্তর: তোমরা আবার আসবে তো?
১১. দেশ হইল আসলে জননীর মতো।
উত্তর: দেশ হলো আসলে জননীর মতো।
১২. অপুর জামাকাপড়ের বাহার দেখিলে চোখ জুড়াইয়া যায়।
উত্তর: অপুর জামাকাপড়ের বাহার দেখলে চোখ জুড়িয়ে যায়।
১৩. সব পড়াই স্মরণে রাখিতে হয়।
উত্তর: সব পড়াই স্মরণে রাখতে হয়।
১৪. তুমি যা বলিলে তা এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।
উত্তর: তুমি যা বললে তা এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।
১৫. বদ্ধ ঘরে আলো-বাতাস ঢুকিতে পারে না।
উত্তর: বদ্ধ ঘরে আলো-বাতাস ঢুকতে পারে না।
১৬. কিসের নেশায় তুমি এমন ছোটাছুটি করিতেছ?
উত্তর: কিসের নেশায় তুমি এমন ছোটাছুটি করছ?
১৭. অনেক যুগ-যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে আসিয়াছি।
উত্তর: অনেক যুগ-যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি।
১৮. মানুষ তখন একটু একটু করে সভ্য হইতেছে।
উত্তর: মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে।
১৯. সে যেকোনো কাজ করিতে পারে।
উত্তর: সে যেকোনো কাজ করতে পারে।
২০. নিশিরাতে চেঁচামেচি কোরো না, সবাই ঘুমাইতেছে।
উত্তর: নিশিরাতে চেঁচামেচি কোরো না, সবাই ঘুমাচ্ছে।
২১. ফেরিঅলা হাঁক দিতেছে থালাবাসন চাই?
উত্তর: ফেরিঅলা হাঁক দিচ্ছে থালাবাসন চাই?
২২. শব্দদূষণে আমাদের কানে শোনার ক্ষমতা কমিয়া যায়।
উত্তর: শব্দদূষণে আমাদের কানে শোনার ক্ষমতা কমে যায়।
২৩. অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করিব।
উত্তর: অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করব।
২৪. বন্ধ জানালার বাহিরেই আছে নীল আকাশ।
উত্তর: বন্ধ জানালার বাইরেই আছে নীল আকাশ।
২৫. ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হইয়াছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন।
উত্তর: ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন।
২৬. শালবন বিহারে পাওয়া গিয়াছে নানা ধরনের পোড়ামাটির ফলক।
উত্তর: শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক।
২৭. আগেকার দিনে লোকে কড়ি দিয়ে কেনাবেচা করিত।
উত্তর: আগেকার দিনে লোকে কড়ি দিয়ে কেনাবেচা করত।
২৮. সুচবেঁধা রাজার শরীর ব্যথায় টনটন করিত দিনরাত।
উত্তর: সুচবেঁধা রাজার শরীর ব্যথায় টনটন করত দিনরাত।
২৯. রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠিত।
উত্তর: রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।
৩০. শীতের সকালে সূর্য উঠিলেই চারপাশ ঝকমকিয়ে ওঠে।
উত্তর: শীতের সকালে সূর্য উঠলেই চারপাশ ঝকমকিয়ে ওঠে।
৩১. চারদিকের পরিবেশ থমথম করিতেছে।
উত্তর: চারদিকের পরিবেশ থমথম করছে।
৩২. তেষ্টায় যেন ছাতি ফেটে যাইতেছে।
উত্তর: তেষ্টায় যেন ছাতি ফেটে যাচ্ছে।
৩৩. আকাঙ্ক্ষা থাকিলে মানুষ জীবনে উন্নতি করিতে পারে।
উত্তর: আকাঙ্ক্ষা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।
৩৪. এবার আপনি নোংরা জলটা খাইয়া দেখান তো, কী রকম হয়?
উত্তর: এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান তো, কী রকম হয়?
৩৫. আমি আপনাকে সব দেখাইয়া দিতেছি।
উত্তর: আমি আপনাকে সব দেখিয়ে দিচ্ছি।
৩৬. বলুন, আপনি কী জানিতে চান?
উত্তর: বলুন, আপনি কী জানতে চান?
৩৭. করিম সাহেব সংবাদপত্র পড়িতেছেন।
উত্তর: করিম সাহেব সংবাদপত্র পড়ছেন।
৩৮. সেই সকাল হইতে হাঁটিতে হাঁটিতে আসিতেছি।
উত্তর: সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি।
৩৯. ওই একজন লোক আসিতেছে।
উত্তর: ওই একজন লোক আসছে।
৪০. অত জোরে মাথা দোলাতে নেই, ঘাড়ে ব্যথা হইবে।
উত্তর: অত জোরে মাথা দোলাতে নেই, ঘাড়ে ব্যথা হবে।
৪১. আঁধার আকাশে তারারা মিটিমিটি করিয়া চায়।
উত্তর: আঁধার আকাশে তারারা মিটিমিটি করে চায়।
৪২. হাওয়ায় কারা মাথা দোলাইতেছে?
উত্তর: হাওয়ায় কারা মাথা দোলাচ্ছে?
৪৩. আমরা দ্রুতগতিতে হাঁটিতে পারি।
উত্তর: আমরা দ্রুতগতিতে হাঁটতে পারি।
৪৪. হোঁচট খাইলে পতন ঠেকানো দায়।
উত্তর: হোঁচট খেলে পতন ঠেকানো দায়।
৪৫. ঢাকা শহর গড়ে উঠিয়াছে সমতল ভূমিতে।
উত্তর: ঢাকা শহর গড়ে উঠেছে সমতল ভূমিতে।
৫৬. ভেবে কাজ করিলে পরিতাপ করিতে হয় না
উত্তর: ভেবে কাজ করলে পরিতাপ করতে হয় না।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments:

Post a Comment