Sunday, March 19, 2017

PSC Bangla p9

বাংলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি -

বাংলা ১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র 
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৪ নম্বর প্রশ্নটি থাকবে আবেদনপত্র ও চিঠিপত্র লেখার ওপর। এটি একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: মনে করো তোমার নাম কাশেম/কমলা। তুমি রতনপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা টাঙ্গাইলের তাঁতশিল্পকারখানা পরিদর্শনে যেতে চাও এ বিষয়ে অনুমতি ও ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
নভেম্বর ১৭, ২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
রতনপুর প্রাথমিক বিদ্যালয়
রতনপুর, মানিকগঞ্জ।
বিষয়: তাঁতশিল্প কারখানা পরিদর্শনের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকারখানা পরিদর্শনে যেতে একান্ত আগ্রহী। আপনার তত্ত্বাবধানে টাঙ্গাইলের বাজিতপুর
তাঁতশিল্প কারখানা পরিদর্শনের ব্যবস্থা করলে আমরা কৃতজ্ঞ থাকব।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।
বিনীত
শিক্ষার্থীদের পক্ষে
কাশেম, পঞ্চম শ্রেণি, রোল নম্বর-১০।

প্রশ্ন: মনে করো তোমার নাম আদিয়া/আসলাম। তুমি কুমিল্লার বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন, বৃক্ষমেলা পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
নভেম্বর ১৭, ২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা।
বিষয়: বৃক্ষমেলা পরিদর্শনের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে আগামী ২১.১১.২০১৬ তারিখ থেকে জেলা সদরে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হবে। আমরা আপনার তত্ত্বাবধানে উক্ত মেলা পরিদর্শন করতে একান্ত আগ্রহী।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের
আজ্ঞা হয়।
বিনীত
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
আদিয়া
বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

No comments:

Post a Comment