Wednesday, March 22, 2017

PSC BDbisho p14

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-২ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

১৫=১৫×২। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ১
প্রশ্ন: কত বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?
উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।
প্রশ্ন: কত বছর পর কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়?
উত্তর: প্রায় ১০০ বছর পর ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়।
প্রশ্ন: কখন কোম্পানির শাসন রদ হয়?
উত্তর: ১৮৫৮ সালে কোম্পানি শাসন রদ হয়।
প্রশ্ন: বাংলার মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে কোন নীতির ফলে বিভেদ সৃষ্টি হয়?
উত্তর: ভাগ করো শাসন করোনীতির ফলে বাংলার মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।
প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর বলতে কী বোঝায়?
উত্তর: বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সনে (ইংরেজি ১৭৭০) হয়েছিল, যা ছিয়াত্তরের মন্বন্তরনামে পরিচিত।
প্রশ্ন: কেন বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়?
উত্তর: জমিদার-শ্রেণি জমির মালিক হওয়ায় বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়।
প্রশ্ন: ব্রিটিশ শাসনে কোন কোন ব্যবস্থায় বাংলার উন্নতি হয়?
উত্তর: ব্রিটিশ শাসনে নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের মাধ্যমে বাংলার বিশেষ উন্নতি হয়।
প্রশ্ন: ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?
উত্তর: ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিতুমীর বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।
প্রশ্ন: কত সালে তিতুমীর পরাজিত ও নিহত হন?
উত্তর: ১৯৩১ সালের আন্দোলনে তিতুমীর পরাজিত ও নিহত হন।
প্রশ্ন: কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ সারা ভারতে ছড়িয়ে পড়ে?
উত্তর: পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে।
প্রশ্ন: সেনাবাহিনীতে সিপাহি পদে কাদের সংখ্যাধিক্য ছিল?
উত্তর: সেনাবাহিনীতে সিপাহি পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল।
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

No comments:

Post a Comment