Wednesday, March 22, 2017

PSC BDbisho p18

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো
অধ্যায়-
 নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো
প্রশ্ন: বাংলার সম্পদের ওপর কাদের আগ্রহ ছিল?
উত্তর: বাংলার সম্পদের ওপর ইংরেজদের আগ্রহ ছিল
প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা
প্রশ্ন: কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন?
উত্তর: ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন
প্রশ্ন: কার সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার শত্রুতামূলক সম্পর্ক ছিল?
উত্তর: সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগমের সঙ্গে তাঁর শত্রুতামূলক সম্পর্ক ছিল
প্রশ্ন: নবাব কাদের বিরোধিতা ষড়যন্ত্রের শিকার হন?
উত্তর: নবাব রায়দুর্লভ জগেশঠের মতো ব্যবসায়ীদের বিরোধিতা ষড়যন্ত্রের শিকার হন
প্রশ্ন: পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর: ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়
প্রশ্ন: কার বিশ্বাসঘাতকতার কারণে নবাব পলাশীর যুদ্ধে পরাজিত হন?
উত্তর: সেনাবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পলাশীর যুদ্ধে পরাজিত হন
প্রশ্ন: পলাশীর যুদ্ধে পরাজয়ের পর কত বছর ইংরেজ শাসন অব্যাহত থাকে?
উত্তর: পলাশীর যুদ্ধে পরাজয়ের পর ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর ইংরেজ শাসন অব্যাহত থাকে
প্রশ্ন: মোগলরা কোন দেশকেযেকোনো জাতির স্বর্গবলত?
উত্তর: মোগলরা বাংলাদেশকেযেকোনো জাতির স্বর্গবলত
প্রশ্ন: দেশে কত বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?
উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর ধরে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ
প্রশ্ন: কত বছর পর কোম্পানির নীতি শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়?
উত্তর: প্রায় ১০০ বছর পর ১৮৫৭ সালে কোম্পানির নীতি শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

No comments:

Post a Comment